প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ২:১৭ এ.এম
২৭৮. অমর ২১শে ফেব্রুয়ারী
অমর ২১শে ফেব্রুয়ারী
মুহাঃ মোশাররফ হোসেন
বছর শেষে ২১শে ফেব্রুয়ারী
আসে বছর ঘুরে!
ছালাম বরকত রফিক জব্বার
আসবেনাতো তারা আর ফিরে।
বাংলা মায়ের জন্য
যারা দিয়েছে জীবন,
সেই তারাই রক্ত দিয়ে
জীবন করেছে বরন।
যাদের জন্য পেয়েছি এ ভাষা
তাদেরকে দিবোনা ছুড়ে,
স্মৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুড়ে।
তাদের জন্য মোরা পেয়েছি
এই বাংলা ভাষা,
স্বাধীন ভাবে কথা বলি
মিটাই মনের আশা।
বাংলা মায়ের বাংলা ভাষায়
ডাকছে তারা আয়,
রক্ত তাদের হয়নি বৃথা
দেখবে বলে যায়।
রক্ত ভেজা তাদের স্মৃতিগুলো
আজো মনে পড়ে,
সবাই আশা নিয়ে আছে
কোথায় তারা আসেনাতো ফিরে?
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।