প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ১:২৭ এ.এম
২৭৭. ভালো থেকো
ভালো থেকো
মুহাঃ মোশাররফ হোসেন
এত সুন্দর অভিনয় তোমাদের
আগে জানা যে ছিল না,
আগে জানলে মনকে আমার
করে দিতাম মানা।
তোমাদের ভিতরের রুপটা
কোনভাবে নিতাম যদি চিনে,
সুখ হারিয়ে দুঃখগুলো
নিতাম না যে কিনে।
বিনা দোষে মন ভেঙেছো
দুঃখ বেশি আছে তাতে!
অঝোর ধারায় জল ঝরে যায়
চোখের কোনে রাতে।
আমি না হয় সয়ে নেবো
থেকো তোমরা ভালো,
আমার মত হয় না যেন
তোমাদের জীবনটা কালো।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।