প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৪, ৯:২১ এ.এম
২৭৬. পরিচয়
মুহাঃ মোশাররফ হোসেন
যশোর জেলায় বাড়ি আমার
মনিরামপুর থানা,
বসত আমার ঝাঁপা বাওড়ের তীরে
সবার হয়ত আছে জানা।
মানুষ হয়ে পাখির মতো
মনটা করে হইচই,
গাঁও গ্রামে ঘুরে বেড়াই
ফাঁকে ফাঁকে পড়ি বই।
নেশা আমার লেখালেখি
পেশা হরেক কাজ,
জ্ঞানের খুঁজে সাধনা করি
নেই তেমন সাজ।
মাথায় আমার নাই চুল
গায়ের রঙ সাদা,
লোকের চোখে ভালো হলেও
আপনজনে দেই কাদা।
সৃষ্টিকর্তা যেমন চালায়
তাতে আমি খুশি,
কেউ আমায় নিন্দা করলে
তাঁকে নাহি দোষী।
হিংসা করলে আরো ভালো
গায়ে উঠে জিদ,
লিখতে গিয়ে গাইবো আমি
মানবতার গীত।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।