মনের ময়লা
মুহাঃ মোশাররফ হোসেন
নেট কিনে কত টাকা
উড়িয়ে দেই পাপে তাপে,
ইমামগণের বেতন চাইলে
সামান্যতেই হাত কাপে।
শপিং মলে কিনাকাটাই
অনেক টাকা ছাইড়া যাই,
ফকির এলে আমরা বলি
"মাফ করো ভাই" খুচরা নাই।
অনেক খাদ্য নষ্ট করে
ডাস্টবিনে দিই ফেলে,
মুখটাকে ফিরিয়ে নিই
ভিক্ষুক খাবার চাইলে।
যতন করে বিড়াল পালি
খাওয়াই তারে গরম ভাত,
বাড়িতে কেউ আশ্রায় চাইলে
তুলি নানান অজুহাত।
পুত বউয়ের কথা শুনলে
পুতের কই রা*মছা*গল,
মেয়ের জামাই খুবই ভালো
হয় যদি সে বউ পাগল।
আসল কথা বললে পরে
জাত-কূল থাকেনা,
কোনটা ভালো কোনটা খারাপ
কিছুই আমরা বুঝি না।।