২৬. দায়িত্বটা আমার

May 12, 2023

২৬.

“দায়িত্বটা আমার”

মুহাঃ মোশাররফ হোসেন

আমি তোমার লোক দেখানো ভালোবাসা চাই না।

প্রকাশ্য ব্যাস্তপথে চেচিয়ে শুনতে চাই আমি তোমারি “ভালবাসি”

তারপর তুমি রাগ দেখিয়ে গাল ফুলিয়ে চলে যেতে পারো,

তবে তোমার রাগ ভাঙ্গানোর দায়িত্বটা আমার।

আমার দেওয়া কষ্টের চোটে, 

রাতে কেঁদে বালিশ ভিজাবে চুপে, চুপে,

পরদিন জিজ্ঞাস করবো” তোমার চোখ ফোলা কেনো?

তখন বলবে” তোমার বানানো মিথ্যা অজুহাত আমি আর শুনতে চাই না।

এক দৃষ্টিতে শুনতে চাই, তুমি মাথা নিচু করে বলো আমার সকল অপরাধ।

পরে নিজেকে শুধরাবার দায়িত্বটা আমার।

রোদে পুড়ে দাঁড়িয়ে লাল হয়ে অপেক্ষা করবে তুমি,

আর আমি কোনো রকম তাড়াহুড়া না করেই ধীরে তোমার সামনে হাজির হবো।

তারপর সবার মতো তোমার কঠোর দৃষ্টির হাজারো প্রশ্ন,

আমি শুনতে চাই না।

চাই তুমি দুর্বল গলায় বলবে”

পথে অনেক জ্যাম ছিলো বুঝি?

এর পরে এক ঘন্টা আগে এসে দাঁড়িয়ে থাকার দায়িত্বটা আমার।

রাতের বেলায় আমি তোমায় অ-নেক গল্প শুনাবো,

তুমি কিন্তু না বুঝেই বললে’ “অনেক সুন্দর” হয়েছে

আমি শুনতে চাই না তোমার এরকম প্রশংসা।

চাই না তোমার এই নাটকীয় ফর্মালিটি।

চাই’ আমি’ বিনিময়ে বলবে”

আমি তোমার আগা-মাথা কিছুই বুঝিনি”

পরে তোমায় নিয়ে অ-নেক গল্প, আনন্দ দেওয়ার দায়িত্বটা আমার।

তোমার বিধিমতে এমন প্রেম ভালোবাসার আমার দরকার নেই।

আবার তোমার লোক দেখানো ভালোবাসার আমার প্রয়োজন নেই।

আমি এসব অভিনয় বুঝে নিতে পারিনা।

আমি যে এতো সব বুঝে নিতে পারিনা’

সেটা যেমনটা বুঝা উচিত!

তেমনি মাঝে, মাঝে, অতিরিক্ত যে কিছু বুঝে ফেলি সেটাও তোমার বুঝা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *