প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৬:২৮ পি.এম
২৬৯. বড়ই একা
মুহাঃ মোশাররফ হোসেন
এই গভীর রাতে অন্ধকার রজনীতে
লাগছে হা-হাকার সবই যেনো ফাঁকা,
নির্জনে আছি আমি গভীর রজনীতে
লাগছে বড়ই একা।
বাবা গেছে চলে বহু আগে
মাকেও দিলাম বিদায় মনটা বড় ফাঁকা,
পারছি না মানাতে হৃদয়কে
মনে হচ্ছে আজ আমি বড়ই একা।
বাবা-মাকে হারিয়ে পেয়েছি এক
নতুন প্রজন্ম তাও যাচ্ছেনা হা-হাকা,
বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা
পারছিনা ভুলিতে লাগছে আমায় বড় একা।
বাবা-মাকে হারিয়ে হৃদয় স্তব্ধ হয়ে
সুখের কিনারা পেয়েও যেনো বুকটা ফাঁকা,
বিধাতার খেলা বোঝা বড় দায়
হৃদয়কে দিতে পারছিনা শান্তনা লাগছে বড়ই একা।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।