২৫.
"কিছু পাবার আশায়"
মুহাঃ মোশাররফ হোসেন
বেহেস্ত পাবার আশায় অথবা স্বর্গের নেশায়,
যদি তুমি করো সকল কর্ম চিৎকার করে বলবো
দ্বার্থহীন কন্ঠে বলবো স্বার্থবাদীতায় তোমার ধর্ম।
তোমার দায়িত্ব আছে আমাদেরও তো আছে
আমরা বুঝি না সে মর্ম!
শুধু কি স্বর্গ পাবার জন্য
নাকি দায়িত্ব আছে অন্য?
শুধু কি স্বর্গ পাবার আশা
আমার প্রশ্ন?কেনো হলো মানব কুলে জন্ম?