প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৩, ৪:১২ এ.এম
২৫৬, নবীজির জন্মদিন
পবিত্র মহিমান্বিত রবিউল
আওয়ালের এই মাস,
হযরত মোহাম্মাদ সাঃ
এর শুভ জন্মের মাস।
উপভোগ করবে সারামাস
এইটা পাবে না প্রতিমাস,
বেশি বেশি গুণগান করি
রবিউল আওয়ালের সারামাস।
এই নবীর আগমনে আরবের
মরুভূমিতে ফুটেছিল ফুল,
জাহেলিয়াতের যত অনাচার
ছেড়ে পেয়েছিল সঠিক পথের কুল।
এই প্রিয় নবী এসেছিল ভবে
রবিউল আঅয়ালের এই মাসে,
সেই নবীর জীবনবৃত্তান্ত ছাড়া কিছু করিলে
সব আমল যাবে সর্বনাশে।
এই নবীর আগমনে আরবের
ক্ষুদার্থরা পেলো অন্ন,
সেই নবীর উম্মত হতে পেরে
আমরা হয়েছি ধন্য।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।