প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৪:৫২ এ.এম
২৫৪, কবিতা “শরৎ কাল”
শরৎ কাল
বর্ষা কাল পেরিয়ে
শরৎ কাল আগত,
অতীতের ঋতুকে বিদায় দিয়ে
নতুন ঋতুকে জানাই স্বাগত।
নতুন ঋতুতে রঙ্গিন বৃষ্টি পড়ছে,
ফুলের পাতাগুলি পড়ে যাচ্ছে,
প্রেমের সীমানা আকাশে ছোঁয়া,
মনের মেলায় বাজে হাওয়া।
প্রাণে পুষ্পের সুগন্ধ মিশে যাচ্ছে,
মনে সোনালী আকাশ তৈরি হচ্ছে,
শরৎ কালে আসে প্রেমের মেলা,
ছন্দ কবিতা লেখি এটা আমার দেশের মেলা।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।