প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৪:৪৯ এ.এম
২৫৩, কবিতা “অপেক্ষার ফল”
অপেক্ষার কথা মনে রেখে
আসার ক্ষণে কাঁপি,
সময়ের খেলাধুলা দেখে
আশার সমুদ্রে ঝাঁপি।
প্রত্যেক মুহুর্ত অপেক্ষা করি
সেই দিনের জন্য,
কখন আসবে নতুন অথিতি
হবো আমি ধন্য।
জীবনের সব কষ্ট ভুলে
করছি যে অপেক্ষা,
সরল ভাবে যেন বুকে আসে
প্রভুর কাছে চাই সেই ভিক্ষা।
আমি জানি! নিশ্চয় দিবে
একদিন প্রভু সুফল,
যেদিন আসবে বুকে
সেদিন পাবো অপেক্ষার ফল।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।