প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৬:০৬ পি.এম
২৫১, ভন্ড লেখক
মুহাঃ মোশাররফ হোসেন
লেখার নেই যোগ্যতা
লেখক সেজে করছে সে ভন্ডামি,
এই জগতে আর কে আছে
দেখবে তাহার পাগলামি?
কলম খাতার মানে জানো না
আবার সাজছে সে লেখক,
লেখক সাজার ইচ্ছে যদি হয়
লেখকের সজ্ঞাটা আগে শিখোক।
বর্তমান দেশে দুর্নীতিতে ছেয়ে
চলছে শুধুই সমাজনীতি,
তাইতো বলি কেন হচ্ছে
এদেশের এমন পরিনতি?
দেশটা যদি বাঁচাতে চাও
তবে বেছে ফেলো ভন্ড আর দুর্নীতি,
এদেশ থেকে দুর্নীতি আর ভন্ড বাছাই করিলে
হয়তো মঙ্গল হবে দেশের সুফল পরিনতি।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।