প্রতারণা
মুহাঃ মোশাররফ হোসেন
মানুষ লাভের জন্য
নিজের স্বার্থ করে হাচিল,
অন্যের দুঃখে
স্বস্তির প্রতারণা আসিল।
ক্ষমাশীল মানুষের
অন্যের বিরুদ্ধে শপথ,
মানবতা'র সাথে দুঃখ থেকে
নতুন সূর্যের আলোর পথ।
মনের ভিতর কষ্ট নিয়ে
নিজেকে দিচ্ছি শান্তনা,
সাদা মনের মানুষ আমি
আমার সাথে করে সবাই প্রতারণা!
সবার পাশে থাকি আমি
আমার পাশে কেউ নাই,
ভালো মন্দ বুঝতে পেরে
নিজেকে আমি বাঁচাতে চাই।।।