হেমন্ত
মুহাঃ মোশাররফ হোসেন
শ্বরৎ পেরিয়ে
হেমন্ত এলো,
সকলের মনে নতুন
হাওয়ার সৌরভ পেলো।
আহা কি আনন্দ
ভরে যায় মনের স্নিগ্ধ,
নতুন ঋতুর নতুন হাওয়াই
আমরা হবো মুগ্ধ।
শ্বরৎকে বিদায় দিয়ে
হেমন্তকে বরন করে নিতে,
পিছনের দিনকে ভুলে
সামনের দিনে হবে যেতে।
শ্বরৎকাল বিদায় হয়ে
হেমন্ত আগত,
পিছনের দিনগুলি ভুলে
নতুন ঋতুকে জানাই স্বাগত।।।