মায়ের সম্মান
মুহাঃ মোশাররফ হোসেন
মায়ের মত এই
পৃথিবীতে আপন কেহ না,
মায়ের সাথে এই পৃথিবীতে
কারো করো না তুলোনা,
পৃথিবীতে সবার আগে
দিতে হয় মায়ের সম্মান,
মা হলো স্বর্গ নরক কারো
সাথে করো না মায়ের সম্মান ।
হাদিসেতে আছে
বাবা এক মা তিন গুন সম্মান,
মা ছাড়া এই পৃথিবীতে
কেহ নাই আপন।
শত কষ্টে সহ্য করে
করেছে গর্ভে ধারণ,
সন্তানের শত যন্ত্রনা
মা করে নেই বরণ।
শিশুকালে মায়ের দুগ্ধ
করিয়াছো পান,
সব কিছু দিয়েও দিতে
পারবে না মায়ের দুধের মান।
কত মলমূত্র পরিস্কার করে
মা করেছে বরণ,
এসব কথা ভাবতে গেলে
সবার আগে মাকে করো স্মরণ।
মায়ের মত পৃথিবীতে
আপন কেহ না,
মায়ের সাথে এই পৃথিবীতে
কারো করো না তুলনা।।।