অপেক্ষা
মুহাঃ মোশাররফ হোসেন
অপেক্ষা নিয়ে
বসে আছি অনেক্ষন,
তারে আমি পেতে
এখানে থাকবো কতক্ষন?
অপেক্ষায় আছি
সে আসবে কখন,
বসে থাকবো আমি
অপেক্ষায় ততক্ষন।
কাজের ফাঁকে
প্রয়োজনের জন্য বসে আছি তাই,
প্রয়োজনের লোকের সাথে
দেখা করে কাজ করাতে চাই।
বহু অপেক্ষার পর
সন্ধ্যা আগত,
সে আসবে যখন
জানাবো তাকে স্বাগত।।।