অসহায়
মুহাঃ মোশাররফ হোসেন
আজব এই পৃথিবীতে
আমি বড়ই অসহায়,
প্রত্যেক সময় ব্যাথা নিয়ে
তোমার কাছে আসতে চাই।
তোমার মিষ্টি ভালোবাসা আর
সাথে তোমার মৃদ হাসি,
আমার হৃদয় স্পন্দনে
তোমার জন্য সুখের সূর্য নিয়ে আসি।
আমি সর্বদা তোমার সাথে
ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই,
তোমার প্রেমে ডুবে যেনো প্রতিদিন
গল্প, কবিতা লেখার সুযোগ পায়।
আমি বড়ই অসহায়
যদি তোমার কাছে নাহি পাই,
তাই তোমাকে পার্শ্বে নিয়েই
আমার রুমান্টিক গল্প আর কবিতা লিখতে চাই।
আজব এই পৃথিবীতে
আমি বড়ই অসহায়,
যন্ত্রনা আর কষ্ট নিয়ে থাকি
যদি তোমাকে কাছে না পাই
আমি বড়ই অসহায়।।।