ধোঁকা
মুহাঃ মোশাররফ হোসেন
তুই আমারে ধোঁকা
দিয়ে বানালে বোঁকা,
আরে বেঁটা তুইতো
নিজেই খাইলি ধোঁকা।
একই মেধা দিয়ে
হতে পারে লেখা,
তাইতো তোর দাবিতে
ছেড়ে দিয়ে হইলাম আমি ফাঁকা।
তোর দাবি ছাড়তে গিয়ে
নিজেই হইলাম সর্বশান্ত,
নিজে আমি স্বার্থ ছাড়লাম
তুই হলে খ্যান্ত।
আরে বেঁটা তুই আমারে
ধোঁকা দিয়ে বানালে বোঁকা!
উপরে ওয়ালা আছে একজন
অপরাধ যদি করিস তুই তবে
অবশ্যয় খাবি ছ্যাঁকা।।।