কাঠাল
মুহাঃ মোশাররফ হোসেন
কাঠাল হলো ফলের রাজা,
খাইতে লাগে বিশাল মজা।
শাক্ত ডিম বিশাল ডাল,
কাঠালের সৌন্দর্যে আমরা বাঁধি দল।
কাঠালের স্বাদ মিষ্টি মিষ্টি,
আল্লাহর কুদরত বিশাল সৃষ্টি।
পৃথিবীর সৌন্দর্য কাঠালে প্রকাশ,
মৃদু তোমার ছায়া সৃজন মেলা রস।
ছন্দে ছন্দে বনের ছবিতে
কাঠালের সৃষ্টি,
দল বেঁধে খেতে লাগে ভালো
যদি হয় আকাসের দেওয়া বৃষ্টি।।।