আপেল
মুহাঃ মোশাররফ হোসেন
আপেলের মিষ্টি স্বাদ
লাগে মনে প্রেমের সাথে,
প্রকৃত সৌন্দর্যে লুব্ধ আমি
আপেল সুখের পাথে।
আবেগে রঙ্গিন
গভীর রঙ্গের তালে,
আপেল নিয়ে লিখছি আমি
আমার কবিতার খালে।
প্রকৃত প্রতিরূপ
আল্লাহর নিয়ামতের এক অংশ,
আপেলে সব সৌন্দর্য
মুগ্ধ হয় আমাদের বংস।
জীবনের সুখে আপেল
মৌলিক ভূমিকা পায়,
আমার মনে আপেলের
ধ্বনি সবসময় বাজায় ।