কমলা লেবু
মুহাঃ মোশাররফ হোসেন
বিশ্ব জুড়ে চলছে কমলা লেবুর বাহার,
গরমের জন্য এটি এক অদ্ভুত উপহার।
আকর্ষণ জগতে এটি একটি নতুন দৃশ্য,
এটি ছাড়া পূর্ণ হয় না শৃঙ্গার বিশ্ব।
মিষ্টি রাজহাঁস, তারকা সজল বরে,
সুখে থাকে এই লেবুর মধ্যে সারা বছর ধরে।
তারপর একদিন নাশ্বে পড়ে পূর্ণ,
কমলা লেবুর স্বাদে খেয়ে হয় ধন্য।
সজে এই রঙিন লেবুর সুখ ভরা বৃষ্টি,
কবিতায় খাতায় মিলিয়ে করেছি নতুন সৃষ্টি।