পরীক্ষা
মুহাঃ মোশাররফ হোসেন
পরীক্ষা শব্দ শুনলে
মনে লাগে ভয়,
পরীক্ষায় পাশ করলে
আনন্দ সকলে পায়।
এই পরীক্ষা সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষার সময় পিছিয়ে গেলে
অনেকের মনটা খারাপ হয় বেশ।
সেই পরীক্ষা আসে আবার
ক-দিন বাদেই ফিরে,
খারাপ মন ভালো হয়
হতাশা যায় বেড়ে।
একটা চাকুরি পাইবার জন্য
কত পরীক্ষা নাহি দেয়,
একটু খানেক শুখের আশায়
কতই না ঝুকি নেয়।
শেষ করলাম জীবন যৌবন
চাকুরি করার নেশা,
এর চেয়ে ভালই ছিল
চাষবাদের পেশা।
ভালোই ছিলো ইজিভ্যান
ভালোই ছিলো ট্যাক্সি,
শিক্ষায় ফাঁকি দিয়ে
চাকর হয়ে খাটছি।
ভাবছি এসব একাকি বসে
ভাবছি বসে একা,
ভাবছি আমি কত নির্বোধ,
আমি কত বোকা।।।