লেখাপড়া
মুহাঃ মোশাররফ হোসেন
লেখাপড়া করতে হবে
বুঝতে হবে ভালো,
জানতে হবে বিশ্বটাকে
আনতে হবে আলো।
লেখাপড়া মনের কালিমা
সদা করে ধ্বংস,
লেখেপড়া সুখের জোয়ার
সমাজের ওই অংশ।
লেখাপড়ার গাফিলতিতে
অজ্ঞ সমাজ জুড়ে!
অভিভাবকের স্বপ্ন গুলো
যাচ্ছে রে তাই দূরে।
জীবনটা স্বপ্ন নিয়ে
চলতে দেই এক মাত্র শিক্ষা!
জ্ঞানের প্রদীপ শিক্ষা গুরু
দিলেন যিনি দিক্ষা।
লেখাপড়া করে যে
ভালো শিক্ষা পায় সে,
লেখাপড়ায় যে দিবে ফাঁকি
তার শিক্ষাটা হবে বাকি।
শিক্ষা ছাড়া জীন যুদ্ধে
জয় হয় না কভু,
শিক্ষা জাতীর মেরুদন্ড
প্রবাদে আছে তবু।।।