একত্রে বাস
মুহাঃ মোশাররফ হোসেন
হিন্দু মুসলিম সবাই মিলে
মোদের দেশে বসবাস,
সৃষ্টির সেরা মানুষ মোরা
সংঘাত করলে হবে সর্বনাস।
কেনো এতো হানাহানি
বুকেতে কি নাই ভয়?
দাঙ্গা ফ্যাসাদ বাদ দিয়ে
এদেশটাকে করব জয়।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
আছে নবীজির নিষেধ,
মানুষের সেবা করো
রেখো না মনে বিদ্বেষ।
দেশের জন্য যুদ্ধ করতে
ভুলে ছিল সকল জাত,
ভুলে গেছি সেই কথা
মোরা ধরে ছিলাম হাতে হাত।
হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে
করি মোরা বসবাস,
এক সাথে খেতে পারি
চলতে পারি বারো মাস।।।