ধান ক্ষেত
মুহাঃ মোশাররফ হোসেন
সবুজ ধান ক্ষেতে বিকেলের হাসি,
কৃষক মনের সুখে বাজায় বাঁশি।
পাখিরা সব ডানা মেলে আকাশে উড়ে,
চলন্ত ছায়া ধান ক্ষেতে পড়ে।
মাঠ হাসে সোনালীতে সবুজ মিশে,
কৃষক মনের আনন্দে ঘরে আনে শেষে।
অনেক পাখি থাকে ওৎ পেতে বসে,
শত্রু পোকা এলে ধরে খায় শেষে।
ফড়িং এর উড়াউড়ি ঐ ছায়া জুড়ে,
দিনের শেষে যায় ফিরে ঘরে।
রাত জাগা প্রাণীগুলো মাঠের বুকে,
জেগে উঠে প্রহরী হয়ে মনের সুখে।।।