আল কোরআন
মুহাঃ মোশাররফ হোসেন
কোরআন পড় দিবা রাতে,
চিন্তা ফিকির করে দেখো কি রয়েছে তাতে।
সর্বশ্রেষ্ঠ কিতাব এটি মানব মুক্তির পথ,
কোরআন দিয়ে গড়লে দেশ মানুষ হবে সৎ।
জাহিলিয়াতের যুগে পাপাচারে লিপ্ত থেকে নিত্য ঝরাতো প্রান,
এই কোরআনের বাণীর আলোয় মিললো পরিত্রাণ।
অহীর পরে আমল হতো নবীর শিক্ষকতায়, মাপকাঠিটা কোরআন ছিল নবী ছিলেন যেথায়।
উমর ফারুক রাগের বশে হত্যা করতে যান, পথিমধ্যে কোরআন শুনে হলেন মুসলমান।
কোরআন পড়া শ্রেষ্ট জিকির হাদিসেতে পাই
কোরআনে যে সম্মান আছে অন্য কোথাও নাই।
জ্ঞান বিজ্ঞান সবই আছে, আছে রোগের শিফা!
এক হরফে দশটি নেকি যায় না তাহা মাপা।
এই কোরআন আছে আল্লাহর হেফাজতে!
আদেশ নিষেধ মেনে চললে মুক্তি আখেরাতে।।।