সেই স্বাদ
মুহাঃ মোশাররফ হোসেন
দেশ জুড়ে স্বাদ নিয়ে
করছে সব টিক-টক,
এই সব হচ্ছেটা কি
আছে কি সব ঠিক-ঠাক?
খাবার নিয়ে ফেসবুক ইউটিউবে
মেতে উঠেছে সেই স্বাদ নিয়ে,
খাবার নিয়ে করছে সব মজা
কি আছে এর মধ্যে দেখিতো যেয়ে।
আল্লাহর নিয়ামত নিয়ে
করছো তোমরা মজা!
এই নিয়ে আল্লাহর কাছে
পাবে নিশ্চয় সাজা।
বলিগো তোমাদের করিও না এ সব
আল্লাহর কুদরাতে সবই আছে সাফ,
এই কুদরত নিয়ে করিগো মোরা প্রশাংসা
তবেই না আল্লাহু করতে মাফ!!!