দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতি
মুহাঃ মোশাররফ হোসেন
দ্রব্য মুল্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে,
তাই দেখে সবাই চেয়ে আছে অবাক চোখে তাকিয়ে।
বিশ্ব বাজারে দ্রব্য মুল্যের হয়েছে ঊর্ধ্বগতি,
সেই কারণে মানুষের হয়েছে একি দুর্গতি?
দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হলো ভ্যাট,
দ্রব্য মুল্যের দাম কমাতে হলে একযোগে করতে হবে চ্যাট।
দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতিতে মোর দেশে হয়েছে একি হাল,
দেশের জনগণ হয়ে পড়েছে আজ নাজেহাল।
দ্রব্য মুল্যের জন্যে মরার চেয়ে বেঁচে থাকা বড়ই কঠিন,
কবে আসবে ফিরে জনগণের আনন্দের দিন?
দ্রব্য মুল্যের বৃদ্ধিতে জনগণের জীবন কুড়ে কুড়ে খাচ্ছে,
তাই দেখে পুজিপতিরা প্রাণ খুলে হাসছে।
চাউল. ডাল. তৈল. চিনি! আরো বাড়ছে গ্যাস.
এই ভাবে বাড়লে দাম চলবে কি এ দেশ?
দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে আমরা হয়েছি আজ একত্ত,
ন্যজ্য অধিকার আদায়ের জন্য হবো আমরা একত্রিত।
রমজানের আগমনে দ্রব্য মুল্যে দামা করে হ্রাস,
নামাজ পড়ে. রোজা রেখে করবে দোয়া সারা মাস।
বাংলাদেশ একটি কৃষি প্রধান সবুজ দেশ,
এই দ্রব্য মুল্যের জন্য এ দেশ হবে একদিন শেষ।