বৌ শাশুরী
মুহাঃ মোশাররফ হোসেন
শাশুরী তো মা নয়. শুধুই মায়ের মতন ,
গর্ভে ধারণ করে সয়নি প্রসব বেদন।
মল-মূত্র সাফ করে, পায়নিকো দুঃখ তাপ,
লালন-পালনের কষ্ট সব পেল মাপ।
বৌয়ের বাহু ডোরে শাশুরীর প্রিয় সন্তান,
তাই সেই সন্তানের ভালবাসায় খোঁজে নিজ কল্যাণ।
শুধু কবুল মন্ত্র-সূত্রে গাঁথা এই বাঁধন,
ফের মন্ত্র পাঠে হয় সম্পর্কের পতন।
জামাই-মেয়ে. ছেলে-বধূ-. হয়না কভু সমান,
নিজ রক্তের প্রতি. থাকেই অধিক টান।
সুখ চাই নিজের শুধু. ননোদ শাশুরীকে করে অপমান!
দু’য়ের মাঝে খোঁজে দেখো কেন এত ব্যবধান?
শাশুরী তো মা নয়. তবুও মায়ের মতন!
ক্ষতি কি যদি করি মাতৃ সম যতন?
বউ: ভাবো সেও তো মা. নেই কোন ফাঁক,
শাশুরী: ভাবো সেও তো মেয়ে. দাও মধুর ডাক।।।