আল্লামা সাঈদী
মুহাঃ মোশাররফ হোসেন
সাঈদী মোদের অহংকার
সাঈদী মোদের গর্ব,
আল কোরআনের পাখি তুমি
ইসলাম তোমার ধর্ম!
সততার সাথে পথ চলা
এটাই তোমার কর্ম।
সারা বিশ্বে খ্যাতি কামিয়েছো
আল কোরআনের বাণী দিয়ে,
তাইতো আজি শোকে কাতর
শুধুই তোমাকে নিয়ে।
হাদিস তোমার সদা মুখে থাকে
কোরআন থাকে কলিজায়,
মৃত্যুর পরে যেখানেই রবে
সেখানে নেই কোন পরাজয়।
ভয় কেন করো! ইসলামের জন্য নবীরা
খাটিয়াছে কত জেল,
সেখানে বসে জিকির আসকানে
তাজা করিয়াছে দেল।
জন্ম তোমার ধন্য হয়েছে
জন্মিয়ে এই দেশে,
পরপারে জীবন পাড়ি দিছো তুমি
শুধুই মুসাফির বেশে।
আকাশ কাঁদে' বাতাস কাঁদে'
কাঁদে আসমান জমিন,
সারা বিশ্বের মুসলিম কাঁদিতেছে
হয়েছে ধন্য তোমার জীবন।
তোমার কারনে জমিন কেঁদেছে
ভুমিকম্প হলো তাই,
শেষ বিচার দিনে নবীদের সাথে
তোমাকে যেন দেখতে পাই।
আল্লাহর কাছে প্রার্থনা করি
বিধাতার দরবারে,
জান্নাতের উচু স্থানে রাখিও
মোদের দেলোয়ার হোসাঈন সাঈদীরে।।।