মৃত্যু হোক শক্তি
মুহাঃ মোশাররফ হোসেন
আমার মৃত্যুতে তোমরা কেহ কেঁদো না,
আমার মৃত্যুতে তোমরা কেহ আলো জ্বালিও না। রাজপথে যে শব্দ দিয়ে প্রকাশ পায় করুণা,
দোহাই তোমাদের সেই শব্দ উচ্চারণ করোনা।
আমার মৃত্যুর পর একত্রিত হয়ে এসো না,
রাজপথে মোমবাতি জ্বালিয়ও না।
তবে আগুন জ্বলুক সেটা চাই আমিও,
প্রতিশোধের আগুন তোমরা জ্বালিও।
আমি মরে গেছি শুনে কষ্ট পেও না,
চোখের জ্বলে বুক ভাসিও না।
আমার মৃত্যুকে তুমি এড়িয়ে যেও না,
কাল কোথায় কীভাবে কেহ জানে না।
কে জানে কাল কোথায় রবে তোমার কলমের কালি,
তখন মনে পড়বে আমার কথাগুলি।
আমার মৃত্যুতে এক হয়ে যাক সবার ভক্তি,
আমার মৃত্যুকে করে নিও তোমাদের শক্তি।