মৃত্যুর স্বাদ
মুহাঃ মোশাররফ হোসেন
মৃত্যু কে সাবাই বাসতে হবে ভালো,
তার রঙ কি শুধুই কালো..?
মৃত্যু মানেই যদি হয় কষ্ট,
বুঝতে হবে দুনিয়াবি কাজ সবই হয়েছে নষ্ট।
মৃত্যুতো কারো প্রেমিক না,
মৃত্যুর স্বাদ নিতে হবে কুরআনে আছে জানা।
মৃত্যু ছাড়বে না কারো জানি হাত,
মৃত্যু দিতে পারে এক অসীম স্বাদ।
মৃত্যু তুমি শেষ সত্য,
কাল-মহাকাল সে যা আছে যত।
মৃত্যু হলো এক অজানা কৌতুহল;
মৃত্যু হলো অজানা মধুর জ্ঞান,
মৃত্যু ছাড়া অসম্ভব"
তার রহস্যের সমাধান।