প্রতিমন্ত্রী বাবু স্বপন কুমার
লেখক মুহাঃ মোশাররফ হোসেন
শ্রদ্ধাভাজন বাবু স্বপন কুমার,
তিনি আমাদের মনিরামপুরের উন্নয়নের কারিগর।
বাবু স্বপন এমপি বলে মনিরামপুর আছে শান্ত,
তিনি এমপি না হলে মনিরামপুরের জনগণ থাকতো অশান্ত।
বাবু স্বপন প্রতিমন্ত্রী হয়েই লেগেছে মনিরামপুর উন্নায়নের ছোয়া,
তিনি প্রতিমন্ত্রী হয়েছে বলেই মনিরামপুর বাসীর বড় পাওয়া।
বাবু স্বপন কুমার আমাদের গর্ব,
তাকে মন্ত্রী পেয়েও নিতে পারছি না তার মর্ম:
তিনি আমাদের মনিরামপুরের অনন্য,
তাকে পেয়ে আমরা হয়েছি যে ধন্য!