সুরা কুরাইশ (বাংলা কাব্যানুবাদ)
মুহাঃ মোশাররফ হোসেন
আশ্রায় চায় আল্লাহর যেনো শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু পরম করুনা ময়।
আসক্তি আর অভ্যাস আছে যেহেতু কুরাইশদের,
অভ্যাস আছে গ্রীষ্মকাল আর শীত কালে সফরের:
তারা যেনো ইবাদত করে এই ঘরের মালিকের।
তিনি দিয়েছেন খাদ্য তাদের ক্ষুধার অবস্থায়,
দিয়েছেন তিনি নিরাপত্তা তাদের ভয়-ভীতি শঙ্কায়।