সুরা নাস (বাংলা কাব্যানুবাদ)
মুহাঃ মোশাররফ হোসেন
আশ্রায় চাই আল্লাহর যেনো শতান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু পরম করুণাময়।
বলো আমি আশ্রায় চাই মানুষের পালন কর্তার,
আশ্রায় চাই মানুষের অধিপতির;
আরো আশ্রায় চাই মাবুদের কাছে তার (মানুষ)।
আশ্রায় চাই সেই কু-মন্ত্রণাদাতা হতে' যারা আত্মগোপন করে;
যে কু-মন্ত্রনা দেয় মানুষের অন্তরে অন্তরে।
তিনিতো সবই জানেন সে কে?
জিনদের থেকে হোক আর সে বা মানুষের মাঝ থেকে!