সুরা ফালাক (বাংলা কাব্যানুবাদ)
মুহাঃ মোশাররফ হোসেন
আশ্রায় চাই আল্লাহর যেনো শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু পরম করুণাময়।
বলো আশ্রায় গ্রহণ করছি' প্রভাতের প্রভুর কাছে,
খারাপ কিছু' যা কিছু তাহার সৃষ্টির মাঝে আছে।
রাতের মন্দ হইতে যখন ছড়ায় অন্ধকার,
যাদুকারিণীর খারাপ হইতে' যে দেয় গ্রন্থিতে ফুৎকার।
আশ্রায় চাই আর;
হিংসা যখন করে হিংসুক', খারাপ কিছু হইতে তার!