সুরা ফাতিহা (বাংলা কাব্যানুবাদ)
মুহাঃ মোশাররফ হোসেন
আশ্রায় চায় আল্লাহর' যেনো শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু পরম করুনাময়।।
সকল প্রশংসা সেই আল্লাহর যিনি দোজাহানের রব;
দয়ালু পরম করুনাময় মহানুভব;
যিনি বিচারদিনের সব।
আমরা সকলে কেবল তোমারই ইবাদত করে যাই, এবং আমরা শুধুই তোমার কাছেই সহায়তা চাই।
তুমি আমাদের দেখাও সরল ও সঠিক পথ;
দেখাও সেই পথ' যে পথে' তুমি তাদেরকে করিয়াছো নিয়ামত।
যাদের প্রতি অসন্তষ্টিত হয়েছো' তাদের সেই পথ নয়,
আর সেই পথ দেখাও, তোমার সৎপথ হতে দূরে যারা রয়।
ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আল্লাউ যেনো ক্ষমা কর দেন (আমিন)