সাধ
মুহাঃ মোশাররফ হোসেন
বড় সাধ ছিলো লেখা পড়া করে মানুষ হবো
পিতা-মাতা, ভাই-বোনদের মুখ করবো উজ্জ্বল!
সেটাতো আর হলো না'
নিজের সাধ থাকা সত্তেও হলো না পুরণ'
কারণ তখন এ সংসারটা ছিলো অস্বচ্চল।
বড় সাধ ছিলো সৎ পথে করবো উপার্জন!
সেই আশায় সারাটা জীবন দিয়েছি যে বিস্বর্জন।
সাধ ছিলো মানুষ হবো মানব সেবার মতো,
মহৎ কাজে হাত বাড়িয়ে থাকবো নিয়োজিত।
কিন্তু সেই সাধ আর পুরণতো হচ্ছে না;
পারছিনা পুরণ করতে সবার চাহিদা!
সবার চাহিদা পুরণ করতে গিয়ে;
যেতে হচ্ছে কোন পথে গেলে হবে যে বিশাল ফয়দা!
সাধ ছিলো সময় দিবো সমাজ গড়ার কাজে!
তাও হলোনা রাগলো ঘরের লোক যে!
বলিলো শোনো একটি কথা" ভালো যদি চাও;
মন থেকে সব ঝেড়ে ফেলে সংসারে মন দাও।