মুনাফিক
মুহাঃ মোশাররফ হোসেন
চারটি কাজের মাঝে মুনাফিকের দেখা মিলে,
মানুষের কাছে ভালো থাকার সর্বদা মিথ্যা কথা বলে।
আমানাতের খেয়ানতে সর্বদা থাকে ভালো,
পাওনা টাকা চাইতে গেলে মুখটা হয় তার কালো।
কথা দিয়ে কথা নেই ইচ্ছে মতো ঘুরে,
কথা আর কাজের সাথে মিল থাকে না সারা জীবন ধরে।
ফেসাদ হলে খারাপ কথা বলে সে শত শত,
নামাজ রোজার ধার-ধারে না ফেসাদ করে কত!
মুনাফিকের জায়গা হলো জাহান্নামে তলে,
তৃষ্ণা কভু মিটবে নাতো ঐ জাহান্নামের জ্বলে।