বাচাল
মুহাঃ মোশাররফ হোসেন
আল্লাহ কান দিয়েছে বলে শুনবে
চোখ দিয়েছে বলে দেখবে,
মুখ দিয়েছে বলে কথা বলবে
নাক দিয়েছে বলে সে শুকবে।
ঘুম আসে বলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে
সেই স্বপ্ন সত্যি করার ইচ্ছা জাগে,
আল্লাহ রাত দিয়েছে বলে সকাল আসে
সূর্য্য আসে সবার আগে।
মন দিয়েছে বলে দুঃখো লাগে
চোখের কোনে অশ্রু জমে,
কষ্টে বুক ফেটে কান্না আসে
চোখ থেকে জ্বল পড়ে বেরিয়ে গেলে দুঃখো কমে।
হাত আছে বলে ধরতে চাই
আল্লাহ পা দিয়েছে বলে চলে!
শ্বাস আছে বলে বেঁচে আছে
মানুষের সাথে অযথা কথা বলে।