বদর যুদ্ধ
মুহাঃ মোশাররফ হোসেন
বদরের উপাত্যকে করলো যুদ্ধের আহ্বান!
এ যুদ্ধ হয় দ্বিতীয় হিজরির সতেরই রমজান।
বহু মুজাহিদ আনসার সাদা পতাকায়!
উঠের বহর নিয়ে যুদ্ধ অবস্থায়।
মুসলমানদের শিবির স্থাপনা দেখে মনোবল ভিরু!
এ দেখে কুরাইশ কাফেলায় আলোড়ন শুরু।
আবুজেহেল নিহত' ইসলামের জয়!.
ছত্রভঙ্গ হয়ে মুশরিকরা পালিয়ে যায়।
এই সেই যুদ্ধ" যে যুদ্ধে ফেরেস্তারা সহায়তা করে!
কুরাইশ নেতাদের লাশ নিয়ে শুধু কূয়া ভরে:
অন্তরঙ্গে রণক্ষেত্রে রাখে নিরাপদ!
আনসার, মুজাহিদ, এদের সাথী মুহাম্মদ।
সেইদিন বিকালে হলো যুদ্ধ সমাপন,
ইসলাম ধর্মের ছায়াতলে শান্তি স্থাপন।