প্রিয় বাংলাদেশ
মুহাঃ মোশাররফ হোসেন
লেখক পরিচিতিঃ
মুহাঃ মোশাররফ হোসেন ১৯৮২ খৃষ্টাব্দের ১লা ডিসেম্বর, বাংলা ১৩৮৯ সালের ১৫ই অগ্রহায়ন রোজ বুধবার যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত ঝাঁপা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তাহার পিতা মাওলানা আজহারুল ইসলাম। তিনি একই গ্রামে ঝাঁপা আলিম মাদ্রাসার মৌলভী শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি একাধিক বই রচনা করেন।
মাতাঃ মোছাঃ গফুরুননেছা, পেশায় গৃহিনী।
৩ বোন এবং ৪ ভায়ের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ট। ভাইদের মধ্যে ছিলেন সবার ছোট।
ঝাঁপা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করলেও পিতার ইচ্ছা অনুযায়ী পিতার কর্মস্থল ঝাঁপা আলিম মাদ্রাসায় ২য় শ্রেণীতে ভর্তি হয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরবর্তীতে কাশিপুর পীরবাড়ি সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ৯ম শ্রেণীতে ভর্তি হয় এবং ১৯৯৭ খৃষ্টাব্দে দাখিল পরীক্ষায় ১ম বিভাগে পাশ করেন।
পরবর্তীতে মনিরামপুর ডিগ্রি কলেজে ভর্তি হলেও পিতার নির্দেশে পুনারায় ঝাঁপা আলিম মাদ্রাসায় আলিমে ভর্তি হয়ে ১৯৯৯খৃষ্টাব্দে আলিম পাশ করার পর খেদাপাড়া ফাযিল মাদ্রাসায় ফাযিলে ভর্তি হলেও সংসারের দায়িত্ব কাধে আসায় পড়াশুনা চলমান রাখতে পারে নাই।
কর্মজীবনে পারিবারিক ব্যাবসা পরিচালনার পাশাপাশি তিনি বিভিন্ন পর্যায়ে লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি নিউজবিডিজার্নালিস্ট২৪ (অনলাইন মিডিয়া) এর নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
লেখকের বাণীঃ
উৎসাহঃ
আমি সর্ব প্রথম স্বরণ করি পরম করুনাময় আল্লাহু তা-আলার, এর পরে স্বরণ করি আমার শ্রদ্ধীয় মরহুম পিতা আজহারুল ইসলাম। যার লেখা বই পড়ে লেখার জগতে প্রবেশের অনুপ্রেরনা পাই। এর পরে স্মরণ করি আমার শরদ্ধীয় বোন হাসিনা পারভীন এবং বোনায় মোঃ হাফিজুর রহমান, পিতা মাতার পরে স্মরণ করতে গেলে এদের দুই জনের নাম আগে আসে, যাদের অনুপ্রেরনায় আজ এ পর্যন্ত আমি এসেছি। পরবর্তীতে অনুপ্রেরণা যোগায় আমার এক দূর সম্পর্কের ভাতিজা এবং নিউজবিডিজার্নালিস্ট২৪ এর সম্পাদক ও প্রকাশক ডাঃ মোঃ রাকিব হোসেন, এবং নিউজবিডিজার্নালিস্ট২৪ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও এডিটর ভাতিজা মোঃ আল ইমরান। বিশেষ করে এদের দুইজনের অবদান সবচেয়ে বেশি। সময় কম থাকলেও এদের উৎসাহ উদ্দিপনায় এত দূর এগিয়েছি। পাশাপাশি আমার ভাতিজা আনোয়ার হোসেন, যার সার্ভিক সহযোগিতায় বইটি প্রকাশ করেছি।
উৎসর্গঃ
বইটি আমার মরহুম পিতাঃ আজহারুল ইদলাম, মাতাঃ মোছাঃ গফুরুননেছা, সহধর্মিণী মোছাঃ তৃপ্তি খাতুন, কন্যা মোছাঃ তিশা খাতুন এবং পুত্র মোঃ ফয়সাল কবির (শাওন) এর নামে উৎসর্গ করলাম।
১.
প্রিয় বাংলাদেশ
কতো শহীদের রক্ত স্রোতে পেয়েছি তোমার দাম ,
তাই হৃদয়ের রক্ত জ্বলে লিখেছি তোমারই নাম।
কৃষ্ণচূড়ার রঙ্গে রাঙ্গিয়ে মনটাকে ,
দেখি তোমায় অরুণোদয়ের সাথে ।
সন্ধ্যার অস্ত যাওয়া গোধূলি মায়ায় ,
হয়ে রবো শুধু সঙ্গি ছায়ায়।
তুমি আমার দেশ ,
তুমি আমার মা ,
তুমি ছাড়াই জীবনের চাওয়া পাওয়ার
হয় না কভু শেষ ।
তুমি আমার প্রিয় বাংলাদেশ ।
পদ্ম পাতার দীঘির জ্বলে
সোনালী স্বপ্নের খেয়া ভাসে ,
আমার বৃষ্টি ভেজা দুটি চোখ
হৃদয়ে ক্লান্তি ভোলা সুরের আলোক ।
শস্য-শ্যামল সবুজ বনের ফাঁকে ,
ধূলি রাঙ্গা আঁকা বাঁকা মেঠো পথের বাঁকে,
নিরলস শ্রমে - হৃদয়ের ঘামে
জীবন খুঁজি আমি জীবনেরই দামে ।
তুমি আমার দেশ
তুমি আমার মা ,
তুমি ছাড়া এই জীবনের চাওয়া পাওয়ার
হয় না কভু শেষ ।
তুমি আমার প্রিয় বাংলাদেশ ।
২. আমার দেশ
এই দেশটা লাল সবুজের উদার এক জমিন,
এই দেশ টা বুকের ভেতর গর্ব অন্তহীন।
এই দেশেতে নাইকো বিভেদ হিন্দু-মুসলমান,
হরেক রকম উৎসবে সব আহ্লাদে আটখান।
ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে একসাথে সব চলি,
সোনার পাত্রে ফসল ফলাই এক ঘরেই তা তুলি।
লাল সবুজের ধুলায় হৃদয় মমতায় আপ্লুত,
নাই কিছু আর তোমার অধিক পবিত্র-পুত।
এই দেশেতে লুটাই সবে সকল প্রার্থনায়,
পবিত্র এই মাটি মাখাই হৃদয় প্রতিমায়।
লাখো শহীদের রক্ত স্নাত আমার পতাকা,
রক্ত স্রোতে এই পতাকা আমার হৃদয়ে রাখা।
রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি ভাই যাবেনাতো সব বৃথা,
রক্ত আখর দিয়েই জন্মিয়েছে আমার প্রিয় কন্যা তিশা।
এই দেশে তাই ঘোর কাটেনা স্বাধীন সুখের রেশ,
আমার চোখে সবার সেরা আমার বাংলাদেশ।
৩. বীর পুত্র শেখ মুজিব
হে বীর পুত্র শেখ মুজিব'
তুমিই বাংলার শ্রেষ্ট সন্তান
টুঙ্গীপাড়ায় তোমার জন্ম!
তোমার জন্য এই বাংলার মাটি
হয়েছি আমরা আজ ধন্য।
বীর নয়কো তুমি'
তুমি মহান নেতা!
তাইতো তুমি হয়েছো
আজ এই বাংলার জাতীর পিতা।
বাঙ্গালীদের তুমি যোগিয়েছিলে সাহস, যোগিয়েছিলে মনের শক্তি!
হে বীর পুত্র শেখ মুজিব তুমি বাংলা জাতীর পিতা'
তাইতো রইলো তোমার প্রতি এ-দেশের সকলের শ্রদ্ধা-ভক্তি।
৪. পরাধীনতা
স্বাধীন দেশে কেনো পরাধীন আমি?
আমার স্বাধীনতা খুন্নকারী কি তুমি?
আমার বলা হক্ব কথা তোমারবোমার মত লাগে.
তোমার করা ছুরিকাঘাত কি আমারমশার কামড়ের মত লাগে?
স্বাধীন দেশে বলতে পারছি না
সইতে হচ্ছে অন্যায়-সইতে হচ্ছে অত্যাচার!
আমরা স্বাধীনতা মানতে পারছি না,
করেছি মানবতা ধর্ষণ-করছি যে অবিচার।
হে বাঙালি,করছো কেনো স্বাধীনতাকে অপমান?
করছো না কেনো নিজ দেশকে সন্মান ?
করেছো ভ্রাতৃত্ব খুন-নস্ট হচ্ছে স্বাধীনতার মান,
সকল বিভেদ ভুলে তুমিগড়ে তুলো মনে মনুষ্যত্বের নির্মাণ।
আকাশটার দূরত্ব যতদুর,
বাংলাদেশের স্বাধীনতা কি ততদূর?
দেশ তো আমার স্বাধীন হয়েছে সেরা মানবের হাতে,
তবে স্বাধীন দেশে-স্বাধীন জাতীর রক্ত ঝরছে কোন পথে?
এ কি সেই দেশ?
যে দেশের সপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু,
কেমন হয়ে গেছে আজ এই দেশ?
খুজে পাচ্ছি না আজ,
কোথাও আছে কি মানবতার সামান্য মাত্র বিন্দু?
প্রতিবাদী হতে শিখেছি আমি ৫২ থেকে,
লড়তে শিখেছি আমি ৭১ এ বাংলা জাতীর পিতা থেকে।
বাংলা জাতীর পিতা যেমন ছিলেন প্রতিবাদী,
ছিলেন তেমনই সাম্যবাদী।
তার দেখানো পথে আমরা প্রতিবাদী,
আমরা মানবতার পক্ষে, সত্যের প্রতিনিধি।
লড়ে যাবো সত্যের পক্ষে,
ঘুরে দাঁড়াবো আমি মিথ্যার বিপক্ষে।
যদি বাঁচতে হয় মিথ্যা নিয়ে, নিষ্প্রাণ লাশ মনুষ্যত্বহীন হয়ে,
তবে সত্য পথে মরতে রাজি স্বীয় জীবন দিয়ে।
তবুও গেয়ে যাবো সত্যের গান,
যদিও কেড়ে নেবে আমার প্রান!
৫. তোমার জন্মে ধন্য এ মাতৃভূমি
তোমার ডাকে অস্ত্র হাতে করেছিলাম মুক্তিযুদ্ধ,
স্বাধীনতার পরশ পেয়ে আমরা হলাম পরিশুদ্ধ।
পরাধীনতার শিকল ভেঙ্গে উন্নীত করি বিজয়ের শির,
সারা বিশ্বে আশ্চার্য্যের চোখে দেখে এ জাতি বীর।
তুমি বাঙ্গালীর ইতিহাসের পাতাই রয়েছো সেই অমর মহা-কাব্য,
তুমি নাই বলে আজি মধুমতি হারাম নাব্য।
বীর বাঙ্গালীর হৃদয় তুমি রাজনিতীর মহা-কবি,
পতাকার ঐ লাল সূর্যটাই তুমি আছো এক উজ্জ্বল ছবি।
মুক্ত আকাশ, মুক্ত দেশ, সূর্যের মতো দিপ্তি ছড়াও সেই তুমি,
তোমার জন্মে ধন্য আমরা ধন্য এই মাতৃভুমি।
৬. বঙ্গবন্ধুর কারামুক্তি
পাক সেনাদের হামলায় বাংলার মাটি রক্তে রঞ্জিত অকস্মাৎ,
বাঙ্গালী জাতির মুক্তিযুদ্ধে পাক সামরিক জান্তার স্বপ্ন চির ধূলিসাৎ।
বাংলাকে দখল রাখতে গনহত্যা নারী নির্যাতন আগুনে করল শ্বশ্মান,
বঙ্গবন্ধুর বজ্র ডাকে থর থর করে কেঁপে উঠল পাকজান্তার অভিযান।
রাজাকার আলবদর বাহিনী গড়ে বাংলায় বিছাল হিংস্র শকুনের ডানা,
সসস্র মুক্তি যুদ্ধের দূর্বার আঘাতে বিনাশ হয়ে গেল পাকিস্তানীদের হানা।
পাক বন্দি শিবিরে রক্তচক্ষু হায়নারা বঙ্গবন্ধুকে ঠিক দেখে নিয়ে নিল,
স্বসম্মানে মুক্তি দিতে হবে বঙ্গবন্ধুকে বিশ্ব নেতৃবৃন্দ তীব্র সচ্ছার ছিল।
এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্ম হলো'
বিশ্বের ভ্রাত্রি প্রতীম সকল দেশ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিল।
বাংলা জাতির জনক শেখ মুজিবুর রহমান ১৯৭২ এর১০ই জানুয়ারী কারাগার হতে চির মুক্ত হলেন,
বিশ্ব নেতাদের সাদর সম্ভাষনে শ্রদ্ধেয় বঙ্গবন্ধু লন্ডনে চলে গেলেন।
৭. বঙ্গবন্ধুর স্বপ্ন
আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে
বঙ্গবন্ধু তুমি এনে দিলে স্বাধীনতা ,
বাংলাদেশের স্থপতি তুমি মুজিব
তুমিই আমাদের বাংলা জাতির পিতা ।
আজও ফুটেনি সে ফুল বঙ্গবন্ধু
যে ফুল ফুটাতে চেয়েছিল ,
ফুটেনি সে ফুল যার লাগি তুমি
নিজ জীবন বিলিয়ে দিয়েছিলে ।
সোনার বাংলা গড়ার স্বপ্ন তুমিই
প্রথম আমাদের দেখিয়েছিলে ,
সাম্য মৈত্রীর বাঁধন থাকবে হেথা
থাকবেনা কান্না কথা দিয়েছিলে ।
শোষণ বঞ্চনা দুর্নীতি মুক্ত সমাজ
গড়ার স্বপ্ন দেখিয়েছিলে তুমি ,
আজও তার দেখা পাইনি'
কারন দেশে যে চলছে দুর্নীতির সুনামি ।
বঙ্গবন্ধুর আদর্শের ধারক বাহক যারা
বঞ্চিত মানুষের পাশে তাদের চাই,
দুর্নীতি দুঃশাসনের বেড়াজাল ছিড়ে
উন্নয়নের পথে তাদের যেন আবার পাই ।
৮. বাঙ্গালীর বিজয়
শেখ মুজিবের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে,
স্বাধীনতার সাধ জেগেছে বাঙ্গালীর প্রানে।
সমস্ত বাঙ্গালীর মনে একই ভাবনা,
কোনো অশুভ শক্তিকে পরায়ন করি না।
হিংস্র ঘাতকদের থাবায় ২৫শে মার্চ কা-লো রাতে,
নির্মম ধ্বংসযজ্ঞ ঘটেছে বাংলীর ভূমিতে।
রক্তের বন্যায় এদেশটিকে নিশ্চিহ্ন করতে,
ঘাতকেরা আঘাত হেনেছে দিবা-নিশিতে।
তারপর ও বাঙ্গালীর স্বাধীনতার সাধ,
বাঁড়িয়েছে মনোবল ভেঙ্গেছে ঘাতকদের বাঁধ।
দেশপ্রেমের আদর্শ আর মানবিকতা,
বাঙ্গালীর হৃদয়ে দিয়েছে মুক্তির বার্তা।
দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পতিক্ষণে,
নানা শ্রেনী, পেশাদার বাঙ্গালীর অংশগ্রহণে।
৩০লক্ষ শহীদ আর লক্ষ-লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে,
অবশেষে বীর বাঙ্গালীদের হয়েছে বিজয়।
৯. যুদ্ধলব্দ সম্পদ
হুনাইনের যুদ্ধ ও তায়েফের অবরোধ
যুদ্ধ শেষে বন্টিত হলো, গনিমতের সম্পদ।
মক্কাবাসী নবীসম্রাট, দু হাত ভরে দিলেন
সেই তুলনায় আনসারগণ সামান্য কিছুই পেলেন।
যুবক বিয়সী কিছু আনসার দুঃখ প্রকাশ করলেন
নবীজি তা শুনে সকলের সমবেত হতে বললেন।
নবীজি সেখানে দান করলেন কালজয়ি এক ভাষন
সমাবেশে শুধু হাজির ছিলো মদিনার আনসারগন।
ফিরে যাবে ঘরে মক্কাবাসী, নিয়ে উট ও ছাগল!
তোমরা ফিরবে সঙ্গে নিয়ে, আল্লাহু তা-আলার "রাসুল"
নবীর কথায় আনসারগন, কান্না শুরু করলেন
দিক-বিদিক জ্ঞান হারিয়ে, চিৎকার করে বললেন সম্পদের কোনো প্রয়োজন নাই
আমরা শুধু রাসুলকে নিয়ে, বাড়ি ফিরে যেতে চাই।
কতই না সৌভাগ্যবান তারা, মদিনার আনসারগন
নবীসম্রাট তাদের মাঝে থাকবেন আজীবন।
১০. নির্বাচন
আসছে দেশে নির্বাচন
চলছে পকেট ভারীর আয়োজন।
কেউ ব্যাস্ত চাইতে ভোট
কেউ বা গড়ছে নতুন জোট।
এই সময়ে সবাই ছুটে
জনগনের দ্বারে দ্বারে,
এদের কি আর দেখা যাবে
কোন দিন ক্ষমতায় গেলে?
বেমালুম সব ভুলেই যাবে
পাস করেছে কাদের ভোটে।
আসছে দেশে নির্বাচন
সচেতন হোন জনগন,
মনে রাখা প্রয়োজন
ভোট সবার অধিকার!
এটা কোনো বেচা-কেনার পণ্য নয়,
লোভ, লালোসার দরকার নয়'
ভেবে চিন্তে দিতে হয়।
আসছে দেশে নির্বাচন'
যাচাই বাচাই করে নিন!
ভোটটি আপনি দিবেন কাকে?
যে নির্বাচিত হলে পরে
কাজ করবে দেশের তরে!
১১. ১৫ই আগষ্ট
যে দাঁড়কাড়ি প্রতি ডেকে ডেকে ক্লান্ত
যে ব্যাকুল সারথি তৃষ্ণার্ত চাতকের মতো মেঘজলের প্রার্থনারত;
যে প্রিয় আসবে বলে ঘণ্টার পরে ঘণ্টা প্রতীক্ষায় রাখে
যে স্বৈরিণী নিপুন ছেলে ভেঙ্গেছে হৃদয়টাকে-সে-ও বড় বন্ধু বটে।
সে সুহৃদ রক্তের ঋণের কথা ভুলে যায়
যা আপনজন, আপনজনকে ফেলে ঘোর অমানশিকতায়;
যে আহারের জন্য দ্বারে দ্বারে ভিক্ষার কড়া নাড়ে
যে রমণীর সতীত্বের নিলাম হয় রাতের আধারে-তাকেও বন্ধু বলি।
যে যুবক ১৫ই আগষ্টের শোকমিছিলে না যায়
যে মানুষ যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রাজপথে নামে নাই
যে মানুষের মনে গোপনে জঙ্গীবাদের বীজ চাষ;
যে প্রজন্ম জন্মোৎসবের আড়ালে জাতীয় শোককে করে উপহাস।
১২. শোকের রাতে
শ্যামলের দেশে পাখিরা শোকে গায় গান,
ঘরে-ঘরে বয় শোক-বান হাসি খুশি ম্লান।
প্রিয় নেতার ছবি ভাসে' শোক দিনে মনে পড়ে কী যে!
বঙ্গবন্ধু নেই শোকের দিনে চোখ জলে ভিজে।
জালিমেরা কাড়ে সুখ' সব দুঃখে নামে কান্না,
ভালোবাসা নেই কেড়ে' আহা কাড়ে মুক্ত পান্না!
কোটি-কোটি প্রানণে গাঁথা আছে' ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে ভালোবাসা খুঁজি।
বঙ্গবন্ধু" অন্তরতে ঠা্ই চিরোদিনই খাঁটি,
রক্তে ভেজা তার দেশ, সেটাই বাঙ্গালীর ঘাঁটি।
১৩. কালো রাত
কালো রাত' ভীষণ কা'লো রাত'
এ-টি দেশের ইতিহাসে এক আধার ঘণ কা'লো রাত।
যে রাতে থমকে গিয়েছিলো একটি দেশ,
অভিভাবকহীন করেছিলো সেই রাতে' করেছিলো নিঃশেষ।
সেই রাতের পর কবি, সাহিত্যিকের কলমের কালি ফুরিয়েছিলো,
হৃফয়ের গোহিনে সেই স্মৃতিগুলো হয়ে আছে অসমাপ্ত।
সেই রাতে একটা জাতীকে করা হয়েছিল পিতুহীন,
সেই রাতের পর মানুষ-মানুষকে চিনতে পারে নহে।
সেই রাতে ভেঙ্গে যায় জাতীর সকল স্বপ্ন,
সেই রাতে হারিয়েছে জাতীর চোখ,
যে চোখ ছিলো একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন।
সেই রাতে ১৮টি গুলি একটি দেহে বিদ্ধ হয়নি;
বিদ্ধ হয়েছিলো একটি জাতীর বুকে।
সেই রাতের পর
ঘুমিয়ে গেছিলো একটি জাতী,
সেই জাতীকে কেউ জাগিয়ে তুলিনি তারপর।
সেই জাতী পারলো নার স্বপ্নের সোনার বাংলা দেখাতে;
সেই রাতে হারালো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জন্মদাতাকে।
সেই কা'লো রাত ১৫ই আগস্টের রাত'
গায়ে রক্ত মেখে নিলো চির বিদায় দেশ গড়ার কারিগর,
হারিয়ে যাবে না কভু এই হৃদয় থেকে সেই দেশ-জয়ী কারিগর।
বেঁচে রবে ততোদিন' যতোদিন এই বাংলা আছে,
বেঁচে রবে ততোদিন' যতোদিন আকাশ-বাতাস এই বাংলার আছে,
বেঁচে রবে ততোদিন' যতোদিন এই পতাকা বাংলায় আছে।
বেঁচে রবে ততোদিন' যতোদিন এই বাঙ্গালী নামের জাতী আছে,
বাংলার বন্ধু মুজিব নামে ইতিহাসের পাতায় "জাতীতে" একবারেই আসে।
("গভীর শুকাহুত জানাই ১৫ই আগষ্টের সেই কা-লো রাত নামক রাতের")
১৪. শেখ রাসেল
এক যে ছিলো ছোট্র শিশু ক'চি কোমল প্রাণ,
রোজ সকালে নিতো মায়ের আঁচল ভরা ঘ্রাণ।
সূর্য উঠার আগে সেদিন ঘুম ভেঙ্গে যায় তার,
অন্ধকারে হাতড়ে দেখে নেই ঠিকানা মার।
যে শিশুটি মার আঁচলে স্বপ্ন হাজার বুনে,
সেই মায়েরই শাড়ির আঁচল রঞ্জিত আজ খুনে।
লুটিয়ে আছে নিষ্ঠুর দেহ বাবা ও মায়ের,
শুয়ার ঘরে লাশ পড়ে আছে ভাবি ও ভায়ের।
এ সব কান্ড করলো কারা?ভেবে না পায় কুল,
যা দেখছো সত্যি নাকি? নাকি মনের ভুল?
ভুল নয় গো যা দেখলো যা সবই মীর জাফরের কাজ,
গুলি খেয়েই মরতে হবে শেখ রাসেলের আজ।
এমন সময় পিছন থেকে এক হায়েনা তেড়ে,
ছোট্র শিশু শেখ রাসেলের প্রাণটা নিলো কেড়ে।
গুলির ঘায়ে ঝাঁজরা হলো শেখ রাসেলের বুক,
জাতীর এমন লজ্জাতে আজ কোথায় লুকাবো মুখ।
১৫. রাসেলের জন্মদিনে
ফুল ফুটে সৌরভ ছড়াতেই চায়,
ফুলের ছড়ানো ঘ্রাণ সকলেই পায়।
শিশুরাও ফোটা ফুলের মতোই নিষ্পাপ হয়,
আচরণেই ফুটে ওঠে তার সেই পরিচয়।
রাসেলও ছিলো ঠিক সেই প্রিয় ফোটা এক ফুল,
শিশু এই মানুষটির ছিলো নাতো কোনো ভুল।
এই জন্ম দিনে তাই খুঁজে ফিরি তাকে,
মন বলে সে যদি আজও এসে সাড়া দিতো ডাকে!
রাসেল আর আমাদের মাঝে নাই'
কারণ ঘাতকরা রাসেলের প্রান নিয়ে গেছে তাই!
১৬. ৭ই মার্চ
৭ই মার্চ রেসকোর্স ময়দানে,
জনসমুদ্রে জাগিল জোয়ার
সোহরাওয়ার্দী উদ্যানে।
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল
বিদ্রোহী শ্রোতার জন্য!
একটি শান্তনার বানী শুনে
অপেক্ষার উত্তেজনা হবে ধন্য।
দিগন্ত প্লাবিত একখন্ড
আকাশের নিচে,
মিশেছিল প্রানের প্রিয়
ধু-ধু মাঠের সবুজে।
কপালের কব্জিতে লাল-সালু বেঁধে
ছুটে এসেছিল এই মাঠে,
মৃত্যু হাতের মুঠোয়, চোখে স্বপ্ন
জয় বাংলার শ্লোগান ঠোটে।
শত বছরের শত সংগ্রাম শেষে,
জনতার মঞ্চে দাঁড়ালেন এসে
দৃপ্ত পায়ে হেঁটে।
ঝলকে পলকে হৃদয়ে লাগিলো দোলা,
তরীতে উঠিল পাল,
জনসমুদ্রে জাগিলো জোয়ার
চোখেতে লোনা জল।
সোনালী সূর্যের সকল দুয়ার খুলি
কে রোধে দিবে সে বজ্রকন্ঠ বাণী,
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে
শোনালেন তাঁর অমর-ভাষন খানি:
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
জয় বাংলা।।
১৭. বঙ্গবন্ধুর জন্মদিন
বাংলা জাতির পিতা বীর নেতা বঙ্গবন্ধুর শুভ জন্মদিন,
বাংলার মানুষের হৃদয় থেকে মুছবেনা কোনোদিন।
জাতী আজ স্মরণ করছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,
তুমি থাকবে চিরঅমর হয়ে বাংলার মানুষের ভালোবাসায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন,
শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙ্গিন।
পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,
ফুলের গন্ধে সুরের ছন্দে রঙ্গে বর্ণে প্রকৃতি সাজায়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে বীর নেতা,
তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।
তুমি না হলে বাংলাদেশ হতোনা হে বীর নেতা,
তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা।
পাকিস্থানের শাষক গোষ্টির ২৪বছরের দুঃশাসন,
দিয়েছিলো অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষন।
পরাধীনতার শিকল ভেঙ্গে লিখেছিলো ইতিহাস,
আর যেনো তাকে বিকৃত করার পায়না দুঃসাহস।
সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,
আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।
তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরণ করে বাঙ্গালি তোমায় হে' শেখ মুজিবুর রহমান।
১৮. ২৫শে মার্চ
২৫শে মার্চ অন্ধকারাচ্ছন্ন এক ভয়াল রাত,
অপারেশন সার্চ লাইটের নামে ১৯৭১ সালে
ওরা বাঙ্গালীদের করেছিল নিপাত।
মেরেছিল ৩০ লক্ষ মানুষ, করেছিল লুটপাট,
নির্বিচারে পাকিস্তানি সৈনিকরা চালিয়েছিল গুলি।
নিয়েছল ইজ্জত বহু মা বোনের, উড়িয়েছিল খুলী।
এমনি করে টানা নয় মাস চলেছিল অত্যাচার,
বীর বাঙালীরাও বসে ছিলনা হাতে তুলে নিয়েছিল হাতিয়ার।
৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের হয়েছিল জয়,
১৬ই ডিসেম্বর তারা করেছিল আত্নসমার্পন;
কারণ তাদের মনে ছিল মরনের ভয়।
সেই বাঙালীর উত্তরসরী তোমরা, মাথা নীচু করে কেন হাঁটো?
যুদ্ধাপরাধী আছে যত বাংলাতে; সব যাবে ফেঁসে,
১৯৭১ সালের ন্যায় এদেশের জনগন আবার যদি গর্জে ওঠে!!
১৯. মহান ২৬শে মার্চ
সংগ্রামী চেতনায় বিজয়ের উল্লাস,
হাসি গান আর আবেগের প্রকাশ।
জন্ম অধিকার বাঙ্গালী
বিশ্ব মাঝে বাংলা জাতীয় ইতিহাস।
যার নেপথ্য নায়ক মহান ২৬শে মার্চ,
মায়ের অপত্য স্নেহ, বোনের হৃদয় নিংড়ানো ভালোবাসা;
ঐক্য, সম্প্রীতি, সদ্ভাব-
মহান ২৬শে মার্চই যার উদ্ভব।
মুক্তির আত্নপ্রতয়ে ভাংলো যারা শিকল,
আনল যারা স্বাধীনতা'
আমরা তাদের ভুলিনী এবং ভুলব না।।
অনেক চড়াই উৎরাই পেরিইয়ে
আর বলার অপেক্ষায় থাকে না
আমরা আজ স্বাধীন।
আমরা আজ স্বাধীন সংগ্রামী চেতনায়,
বিজয়ের উল্লাস থাকবে মোদের
আনন্দ হাসি গান আর জাতীয় চেতনায়।
কেউ ছুটবে ফুলের তোড়া নিয়ে
কেউ বা ফেস্টুন হাতে,
রঙ্গীন আভা নিয়ে উদিত হয় সূর্য টা
পূর্ব আকাশে।
সে কোন আগ্রহ আর ব্যাকুলতা,
অনেকে হয়তো আজও জানোনা
কেনো ফিরে আসে এই দিনটা?
এখনো সেই সব বাঙ্গালী রাজাকার, খুনিরা তাদের খানা গ্রাসে এই দেশটাকে নিয়ে আসতে চায়;
এই দিনে প্রতিবাদ হোক তাদের, আমাদের এই স্বাধীন বাংলায়।
২০. রক্ত দিয়ে গড়া এ বাংলাদেশ
এইতো মোদের দেশ
সোনার বাংলাদেশ।
সোনার চেয়েও দামী,
রক্ত দিয়ে গড়া এদেশ
আমার জন্মভূমি।
মাছে-ভাতে নানা ক্ষেত্রে
বিশ্বে আছে সুনাম,
দুর্নীতির শিকার হয়ে
কামিয়েছে বদনাম।
সেদিন যারা শুত্রু ছিল
দেখতো বাঁকা চোখে
মায়ের চেয়ে মাঁসির দরদ
দেখায় তারা মুখে।
একাত্তরের কথা আমার
আজও মনে পড়ে,
এখন যেনো বসত করি
দুই সতিনের ঘরে।
এসো ভাই সবে মিলে
আমরা দেশ গড়ি,
ভাইয়ে ভাইয়ে মিলে-মিশে
আল্লাহর পথে চলি।