নতুন কবিতা
১."বীর পুত্র শেখ মুজিব"
হে বীর পুত্র শেখ মুজিব'
তুমিই বাংলার শ্রেষ্ট সন্তান
টুঙ্গীপাড়ায় তোমার জন্ম!
তোমার জন্য এই বাংলার মাটি
হয়েছি আমরা আজ ধন্য।
বীর নয়কো তুমি'
তুমি মহান নেতা!
তাইতো তুমি হয়েছো
আজ এই বাংলার জাতীর পিতা।
বাঙ্গালীদের তুমি যোগিয়েছিলে সাহস, যোগিয়েছিলে মনের শক্তি!
হে বীর পুত্র শেখ মুজিব তুমি বাংলা জাতীর পিতা'
তাইতো রইলো তোমার প্রতি এ-দেশের সকলের শ্রদ্ধা-ভক্তি।