১৯.
"রক্ত দিয়ে গড়া এ বাংলাদেশ"
মুহাঃ মোশাররফ হোসেন
এইতো মোদের দেশ
সোনার বাংলাদেশ।
সোনার চেয়েও দামী,
রক্ত দিয়ে গড়া এদেশ
আমার জন্মভূমি।
মাছে-ভাতে নানা ক্ষেত্রে
বিশ্বে আছে সুনাম,
দুর্নীতির শিকার হয়ে
কামিয়েছে বদনাম।
সেদিন যারা শুত্রু ছিল
দেখতো বাঁকা চোখে
মায়ের চেয়ে মাঁসির দরদ
দেখায় তারা মুখে।
একাত্তরের কথা আমার
আজও মনে পড়ে,
এখন যেনো বসত করি
দুই সতিনের ঘরে।
এসো ভাই সবে মিলে
আমরা দেশ গড়ি,
ভাইয়ে ভাইয়ে মিলে-মিশে
আল্লাহর পথে চলি।