মা আমার মা
মুহাঃ মোশাররফ হোসেন
মা আমার মা' আমার আদরিণী মা,
তোমার জন্য এই পৃথিবীটা আমার ঠিকানা।
তোমার মতো এই পৃথিবীতে ভালো কেউতো বাসে না।
মাগো" তুমি ছাড়া এই পৃথিবীতে আপন কেউ না।
মাগো" তোমার জীবন বাজি রেখে আমায় জন্ম দিয়েছো,
আমায় বুকে নিয়ে তুমি সকাল দুপুর দুঃখো ভুলেছো!মাগো'" আমায় বুকে নিয়ে তুমি কতো স্বপ্ন বুনেছো?
নিজে জীবন ঝুকি নিয়ে আমায় মানুষ করেছো।
মাগো" তুমি আমায় চোখের আড়াল হতে দাওনি কখনো,
না জানি কোন বিপদ আমায় করবে বিপন্ন।
মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ না,
প্রভু আমার মাকে তুমি কেড়ে নিও না।