বাবা আমার বাবা
মুহাঃ মোশাররফ হোসেন
বাবা তুমি চলে গেলে আমায় একেলা রেখে তাই,
তোমার শূন্য আসনে দিন যে কাটে না আমায়।
কষ্ট আমায় একটাই তোমার আসনে আজও কেহ করেনি স্নেহ তাই,
এটাই আমার বড় কষ্ট' বাবার সাধ কে মিটাবে আমায়।
যদি না হয় দেখা তোমার সাথে শেষ বিচারের সময়,
বাবা তখন আমি হবো বড়ই অসহায়।
তুমি ছাড়া আমি সত্যি বড় অসহায়,
তোমার জন্য কাঁদে মন নির্জন নিরালয়।
আমার এই সংসারে আমাকে দায়িত্ব দিয়ে কেনো চলে গেলে দূরে?
থাকতে যদি আমার পাশে' থাকতাম আমি কোল জুড়ে তোমার ঐ পবিত্র বুকে।
বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা,
এটাই ছিলো আমার একমাত্র ভরসা।
বাবা নেই আমার পাশে আছে আমার মা,
আর এই মাকে নিয়েই যেনো আমার জীবন কাটে' করিগো সেই কামনা।