আদরের মেয়ে
মুহাঃ মোশাররফ হোসেন
মা-বাবার দোয়া বাড়ির একটি মাত্র মেয়ে তিশা তার নাম ,
কিনবে সে যে খুটি-নাটি খেলনা, পুতুল তার তো অনেক দাম।
ভাসমান সেতুর উপরের দোকানে গিয়ে কিনলো অনেক খেলনা,
সেই খেলনা নিয়ে করে যে সে অনেক খেলা ।
বান্ধবী আসে আর বন্ধু আসে' হলো দুটি দল,
ভোর না হতেই বলে তিশা খেলতে সবাই এবার চল।
বাঁশ-খুটি দিয়ে ঘর বানানো লতা পাতায় ছাওয়া,
সেই ঘরেতে ব্যস্ত তারা হয় না নাওয়া খাওয়া।
মায়ের আদেশ' বাবার শাসন কোন কিছুই হুস নাই,
কাদা মাটির মিষ্টি বানায় মিছা মিছি খায়।
এমনিভাবে আওয়াজ আসে জোহরের আজান,
সেই আজান শুনে মা তখন খাবার বানান।
রান্না-খাওয়া শেষ না হতেই আবার শুরু করে খেলা,
মা এদিকে ডেকে-ডেকে ভাঙ্গে যে মায়ের গলা।