১৯৬. দয়ার নবী

June 21, 2023

দয়ার নবী

মুহাঃ মোশাররফ হোসেন 

নবীর শত্রু এক সে বুড়ী ছিটায় পথে কাঁটা,

পথের ধারে বসে দেখে রোজ নবীজির হাঁটা। 

পায়ের কাঁটার ব্যথায় যখন নবীজি কাতরায়, মহানন্দে হাসে বুড়ী’ আর গড়াগড়ি খায়। 

বুড়ী ভাবে’ দেখিনি তো আর এমন আজব লোক, এতোটা ব্যথা-কষ্ট পেয়েও নেই তাঁর কোনো অভিযোগ!

হঠাৎ একদিন নবী দেখে’ নেই সে পথে কাঁটা, 

ভাবে নবীজি’ এটা কি আবার নতুন ফন্দি আঁটা? কাঁটাবিহীন কদিন গেলে’ জাগিলো নবীজির অন্তরে, হঠাৎ কেমন শংকা জাগে বুড়ীর মঙ্গল তরে। 

শংকা নিয়ে দ্রুত গেলো নবীজি’ বুড়ী যেথায় থাকে,

দেখে বুড়ী রোগে কাতর’ দেখার নেই কেউ তাকে।

দয়ার সাগর’ নবীজি মোর বুড়ীর সেবায় রত,

বুড়ী ভাবে’ নয়তো এ লোক তেমন শুনেছি যার মতো। 

এমন একটা মানুষ যদি খারাপ মানুষ হয়,

পৃথিবীর বুকে ভালো মানুষ তবে নেই  নিশ্চয়। 

বুড়ী কাঁদে’ দ্বীনের নবী গো দেখাও সত্য-পথ,

নবীজি বলে’ করো তবে এক আল্লাহর ইবাদত।

আমরা যদি দাবী করি’ এই নবীর উম্মত, 

দয়া ও প্রেম দিতে হবে’ সবকিছু ভুলে ধর্ম ও মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *