মায়ার নবী
মুহাঃ মোশাররফ হোসেন
রাসুল আমার প্রাণের নবী'মায়ার নবী
হবে প্রিয় জন।
শেষ বিচার দিনে নবীর সাথে থাকবে উম্মত গন।
মনযে চায় মদিনাতে যেতে 'দেখতে রওজা পাক,
নবীজির রওজা চুম্বনেতে হতে পারে সকল গুনাহ মাফ।
রাসুল আমার মায়ার নবী, সদয় করিগো স্মরণ,
তাহাতেই পাই শান্তি' এভাবেই যদি হয় মরন।
নবীর নামের পরে দুরুদ যদি নাহি পড়ে'
অভিশাপের কবলেতে সে পড়বে।
যিনি দিলেন সাগর নদী" মাটির নিচে জ্বল,
প্রার্থনাতো তাহার কাছে' করছি অনর্গল ।
এর পরে প্রভুর কাছে গভীর রাতে করি প্রার্থনা,
কেদে কেদে ভাসায় চোখ' ক্ষমা যাতে পাই করি সেই কামনা।
রাসুল আমার প্রানের নবী' মায়ার নবী হবে প্রিয় কন'
রোজ হাশরে নবীর সাথে থাকবে সকল উম্মতগন।