ধন্য এ জীবন
মুহাঃ মোশাররফ হোসেন
মোরা চাই পরম করুনাময় আল্লাহর আশ্রয়,
শয়তান যেনো দূরে রয় অনন্ত অসীম তিনি পরম দয়ালু করুণাময়।
জীবনের চেয়ে আল্লাহকে বাসতে হবে ভালো,
ভালো কাজ করিলে ক্বলবে জ্বলবে আলো।
যতো পাপাচার, আর লোভ-লালসার মোহে পড়বে,
সমস্ত অপকর্মের ফলে সবে জাহান্নামে জ্বলবে।
জাহান্নামের হবে ভিতর কি ভয়ংকর?
সাবধান জাহান্নামের আগুন তোমায় ছুবে না যদি না করও অন্যায় পাপাচার।
জান্নাতের পথে হবে কঠিন পরীক্ষা
জান্নাত পাইবার আশায় করবো সেই নিরীক্ষা।
প্রতিজ্ঞা করে, ভালো কাজ করে যেতেই হবে সেথা সেই জান্নাত যদি না পাই তবে' কুরআনের শিক্ষা হবে বৃথা।
যদি দিয়ে দেই আমল-নামা মোর ঐ আল্লাহু মহান,
তবেই না ধন্য হবে মোর এই জীবন।