১৯২. শৈশবে নবী

June 18, 2023

শৈশবে নবী

মুহাঃ মোশাররফ হোসেন

মা আমিনার নয়ন-মণি

শোনেন নতুন পথের ধ্বনি,

সব মানুষের ধ্যানের ছবি

ধাত্রী গৃহে যান সে নবী”

 শিশু নবীর হাসির ছটায়

রবি-শশী সব ম্লান হয়ে যায়।

ধাত্রী মা আমেনার কোলে

বাড়েন নবী স্নেহের দোলে”

নিজ পায়ে চলার’ সময় হলে

বেড়ান তিনি মাঠে খেলে:

রাখাল সেজে রাখাল মেনে

বেড়ান তিনি আপন মনে।

দিনের পরে দিন চলে যায়

মাসের পরে বছর ফুরায়,

নবী আসেন আবার ফিরে

আসেন সে নিজ ঘরে:

আসেন নবী মানিক-মুক্ত করে।

বিজলি আলোয় ঝলমলিয়ে

সুখের সেদিন যায় মিলিয়ে,

সেই নবীর একেলা রেখে

মা-দাদা যান দুনিয়া থেকে”

শিশু নবী সব হারিয়ে

বেড়ান সে দুঃখের ছায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *